রবিবার, ২৬ ডিসেম্বর, ২০১০

তোকে ভালবাসি

দিনটা বড় সুন্দর, আনেক মিষ্টি রোদ
কষ্ট নেই কারো চোখে, ছিটকে পড়ছে হাসি
আমার বুকে বিদ্যুত্‍ চমকায়, দুখের অবরোধ
হয়নি কিছুই, বলেছি কেবল "তোকে ভালবাসি"।

ব্যস্ত রাস্তায়, হঠাত্‍ শিকল দিল পায়ে
অবশ হল শরীর, থমকে গেছে বুক
অস্ত্র কাতর আমি, গেল সব হারিয়ে
আমার মরন অস্ত্র, তোর দু'বিঘা চোখ।

মফসলে চিকন রাস্তা, গর্তের বাজার
তুই আর আমি, রিকসায় আজ একসাথে
মাঘের সকাল, তবুও ঘেমে একাকার
তোর একটা হাত, এখন আমার হাতে।

অবাক চোখে, শুধু তাকিয়ে তোকে দেখি
গোলাপের ঠোট, আর জাদুর হাসি
আকাশের রংধনু, নিজের রংয়েই আঁকি
হয়নি কিছুই, বলেছি কেবল "তোকে ভালবাসি"।

৩টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. https://m.facebook.com/debajyoti.dutta.7568?fref=nf&ref=m_notif&notif_t

    উত্তরমুছুন