মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

অতৃপ্তি

আমি হলাম বনের পাখি
কাজ নাই শুধু ডাকা ডাকি,
চারিদিকে ঘরের বাজার
ঘরই হল সাধন আমার।।
চোখ মেলিলে নীল ছায়া তার
ঘর নাই আমার, ঘর নাই আমার।।
ঘরের ভেতর মাংসের খামার,
ঘর নাই আমার, ঘর নাই আমার।।

ঘর নাই আমার, ঘরে থাকি
তার ভেতরে কাম সন্ন্যাসি।।
ঘর ডুবিলো অথৈ জলে
আমি ভাসি তার অতলে।।
ঘর গেল আমার সন্ন্যাস গেল।।
বন্ন্য জীবন তাও ফুরাল।।
চোখ মেলিলে নীল ছায়া তার
ঘর নাই আমার, ঘর নাই আমার।।
খড় কুটো নাই ধরে বাঁচার,
ঘর নাই আমার, ঘর নাই আমার।।

1 টি মন্তব্য: