বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

একুশের অনুভূতি

আজ ছিল আমাদের মহান একুশে ফেব্রুয়ারী

কাক ডাকা ভোরে, খালি পায়ে, শক্ত রাস্তায়

হৃদয়ে শ্রদ্ধা নিয়ে গেলাম শহীদ মিনারে

ভাষা শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাব বলে।

গিয়ে যা দেখলাম সেটা শ্রদ্ধা নয়, অপমান

এক জনে ফুল দিচ্ছে আর দশ জনে লুটে নিচ্ছে

জুতো নিয়ে উঠছে, আনন্দ করছে, যেন উৎসব

এমন শোক দিবসের কথা শুনিনি কোন কালে।

এরকম কথাই কি ছিল শহীদরে প্রতি,

ভাষার জন্য রক্ত দিয়ে এটাই কি ছিল প্রাপ্প?

হৃদয়ে শ্রদ্ধা না থাকলে কেন অভিনয় কর

ফুলের বদলে ছুড়ে দাও অপমানের বাঁশ।

একটা দিন বাংলা বাংলা বলে চিৎকার করো না

বন্ধ করে দাও শহীদ মিনারে ফুল দেয়া

বন্ধ করে দাও একুশের প্রভাত ফেরী

বদলে ফেল এই বাংলার ইতিহাস।

তবে... যে দিন থেকে ফুল দেয়া বন্ধ করবে

যে দিন থেকে শহীদের প্রতি শ্রদ্ধা করবে না

সেই দিন থেকে, সেই ক্ষন থেকেই

বাংলায় না,কথা বলো অন্য ভাষায়।

আমার ভাইয়ের রক্তের বিনিময়ে এই বাংলা

যারা এর প্রতি শ্রদ্ধা জানাতে না পারে

বাংলা বলার কোন অধিকার তাদের নেই

তাদের কন্ঠ বাংলা বলার যোগ্য নয়।


২১.০২.০৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন